ড . আশরাফ পিন্টু
বিশিষ্ট গল্পকার ও গবেষকও ড. আশরাফ পিন্টু ১৯৬৯ সালের ২২ সেপ্টেম্বর মানিকগঞ্জ শহরের দাশোরা মহল্লায় (মাতুলালয়ে) জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস পাবনা। পিতা মোয়াজ্জেম হোসেন ও মাতা আশরাফুন্নেসা। তিনি ১৯৮৬ সালে পাবনা জিলা স্কুল থেকে এস.এস.সি এবং ১৯৮৮ সালে সরকারি এডওয়ার্ড কলেজ(পাবনা) থেকে এইচ.এস.সি পাস করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে ১৯৯২ ও ১৯৯৪ সালে বাংলা সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে এম.ফিল এবং ২০১৩ সালে পি-এইচ.ডি ডিগ্রি অর্জন করেন ।
আশরাফ পিন্টু অণুগল্প লিখে প্রশসিংত ও পুরস্কৃত হয়েছেন। এ পর্যন্ত তিনি ভিন্ন চিন্তা-চেতনায় প্রায় চার শতাধিক অণুগল্প লিখেছেন। গবেষণায়ও তিনি অগ্রগামী। তিনি দেশজ জাতীয় পাণ্ডুলিপি পুরস্কার-২০১৭-তে ‘গবেষণা-প্রবন্ধ’ সাহিত্যে প্রথম পুরস্কার পেয়েছেন। এছাড়া তিনি বাংলা একাডেমির জীবনসদস্য এবং ‘লোক সংস্কৃতির বিকাশ কর্মসূচি’র পাবনা জেলার সংগ্রাহক ও গবেষক। তিনি গল্প লেখার পাশাপাশি ফোকলোরের বিভিন্ন উপাদান নিয়ে গবেষণায় নিয়োজিত আছেন।
মোবাইল : ০১৭১৮৯৪৩২২৩