
"Dear মানে প্রিয় Deer যে হরিণ,
ইংরেজিটা ভুলে ভরা তাই তো সে কঠিন"
আসলেই কি? ইংরেজিটা ভুলে ভরা না তবে কঠিন বৈকি। লেখা-শেখা তো চলে কিন্তু উচ্চারণ? নেটিভদের মতো উচ্চারণ করতে গিয়ে তো দাঁত ভাঙার জোগাড়। তাও আর হয় কই! কী ভয় পাইয়ে দিলাম? ভয় ভাঙার কথা বলছি একটু পর। একটু ভাষা শেখার গল্প করি চলো। ভাষা আমরা কিভাবে শিখি? পড়া, লেখা, বলা, শোনা- এর চারের সমন্বয়ে। এই স্কিলস গুলো ডেভোলপ করার উপায় কী? ফোনিক্স ( Phonics)।
তাহলে চলো আগে ফোনিক্স নিয়ে জেনে নেয়া যাক।
ফোনিক্স (Phonics) কী?
সোজা বাংলায় বললে ধ্বনিতত্ত্ব। কিভাবে পড়বে, উচ্চারণ করবে সেসবের কথাই বলে ফোনিক্স। বর্ণ ও উচ্চারণের সম্পর্কই নিয়ে কথা বলে ফোনিক্স।
ফোনিক্স (Phonics) কেন শিখবে?
ইংরেজিতে বর্ণ আর উচ্চারণে কত যে জটিলতা! কত যে গোলমাল! কোনো কোনো শব্দে বানান এক অথচ উচ্চারণ আলাদা। আবার কোনো জায়গায় বানান ভিন্ন তো উচ্চারণ এক। কী এক মহা মুশকিল! ইংরেজি ভাষা প্রায় ৪৭০০০০ শব্দের সমাহার। এত এত শব্দের উচ্চারণ শেখা চাট্টিখানি কথা না কিন্তু! এজন্য ফোনিক্স শিখতেই হবে তোমাকে। ফোনিক্স শিখে তুমি ইংরেজি বর্ণ আর উচ্চারণের দক্ষতাকে আরো শাণিত করতে পারবে। ইংরেজি শুনে ঠিকঠাক বুঝতেও পারবে।
এক বাঙালি প্রফেসরের গল্প বলি। তিনি বাইরের দেশের এক ইউনিভার্সিটিতে পড়াচ্ছিলেন ইংরেজিতে। সব বোঝানো শেষ হলে এক ছাত্র দাঁড়িয়ে বলল তারা কিছুই বোঝে নি আর অনুরোধ করল ইংরেজিতে বুঝিয়ে দিতে। গোলমালটা কোথায় ধরতে পেরেছো? বাংলার প্যাটার্নে ফেলে তিনি ইংরেজি বলে যাচ্ছিলেন বলে ছাত্ররা আদতে বুঝতেই পারে নি তিনি তাদের ইংরেজিতেই পড়াচ্ছেন। তাহলে বুঝতেই পারছো কতটা জরুরি ফোনিক্স শেখাটা।
একদিন তুমি অনেক বড় হবে। তুমি শুধু এ দেশের না, হবে এই পৃথিবীর। সেজন্য আন্তর্জাতিক ভাষা ইংরেজির উচ্চারণে তোমার দক্ষ হওয়া চাই-ই।
ফোনিক্স (Phonics) কখন শিখবে?
বলো তো কখন ফোনিক্স শেখা জরুরি? মানে কোন বয়সে? একদম শৈশবেই। এই যে তোমার ট্যাব ভরা তোমার পছন্দের সিন্ড্রেলা, দ্য জঙ্গল বুক, লিটল রেড রাইডিং হুড, পেপা পিগ কার্টুন। এইসব শুনে তুমি কি পুরোটা নিজেই বুঝতে পারো? নেটিভদের উচ্চারণ শুনে বুঝতে পারার জন্যও কিন্তু ফোনিক্স জানা জরুরি। একবার ভুলভাল উচ্চারণ শিখে গিয়ে বড় হয়ে তা সংশোধনের চেষ্টার চেয়ে বরং শৈশবেই ঠিকমতো উচ্চারণ শেখা দরকার।
কিভাবে শিখবে ফোনিক্স (Phonics)?
কী, জটিলতার কথা বলে ভয় পাইয়ে দিলাম? এবার বলছি ভয় ভাঙার কথা। ইংরেজি যেহেতু আমাদের মাতৃভাষা না সুতরাং একেবারে সহজ তো না, একটু জটিল বটে। ফোনিক্স শব্দটা শুনলেই যে উল্টো e এর মতো, আলফা-বিটার মতো গাণিতিক হিজিবিজি চিহ্ন ভেসে ওঠে চোখের সামনে, সেই সবকে এবার তুমি জানতে চলেছো মজায় মজায়। তোমার পাশে আছে তোমার মজার শিক্ষা গুরু, মজারু। মজারু তোমার জন্য এনেছে- ‘ফোনিক্স ফর কিডস’ কোর্স। যেখানে মূলত Alphabets ও ৪৪টি সাউন্ড-এর সঠিক উচ্চারণ শেখানো হবে। সব জটিলতাকে মুছে এবার মজায় মজায় ফোনিক্স শিখে তুমি হয়ে উঠবে বিশ্বমানব। আগামীর বিশ্ব তোমার।
কাদের জন্য এই কোর্স?
৪ বছর থেকে ৮ বছর বয়সী শিশু
যারা ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে কিন্তু উচ্চারণ সম্পর্কে ধারণা না থাকায় পিছিয়ে পড়ছে
যারা মুভি, কার্টুন ও গান দেখে বা শুনে ইংরেজি শিখতে চায়
যারা আত্মবিশ্বাসের সাথে সঠিক উচ্চারণে ইংরেজি বলতে চায়
যারা IELTS -এ লিসেনিং ও স্পিকিংয়ে ভালো করতে চা
কী থাকছে এই কোর্সে?
26 Alphabets
42/44 Sounds
7 groups of 42 sounds
Teach the sound group wise
Powerpoint presentations
Flashcards
Note
তাহলে আর দেরি কেন? ঝটপট রেজিষ্ট্রেশন করে ফেলো।
- নুফরাত জেরীন