
Mojaru
জান্নাতুল মাওয়া লাবন্য
শিক্ষা জীবনের একটা লম্বা সময় কেটে যায় স্কুলের পোশাক পরে। আর সবুজ মাঠজুড়ে দাপাদাপির অবসান হয় মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে। সেইসব স্মৃতিকে আঁকড়ে ধরেই আবার শুরু হয় নতুন পথের গন্তব্য। বর্তমান শিক্ষাব্যবস্থায় মাধ্যমিকের তোরজোর অনেকাংশেই বেশি। কারণ , এর উপরই নির্ভর করছে একজন শিক্ষার্থীর পরবর্তী পদক্ষেপ।
গত বছরের মার্চ মাস থেকেই দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ছিল বন্ধ। শুধু কি শিক্ষাপ্রতিষ্ঠান? বন্ধ ছিল বইয়ের পাতাগুলো। ঘুণ ধরে গেছে পড়ার টেবিলটাতেও। এই দীর্ঘ সময়ে পড়াশোনার যে নাজেহাল অবস্থা সেটা আমরা সকলেই জানি। আর তাইতো তোমাদের জন্য ‘মজারু’ নিয়ে এলো এক অনবদ্য কৌশল। যদিও শর্ট সিলেবাস , তবুও একবার তো ঝালাই করবার দরকার আছেই!
পরীক্ষা শুরু আগামী ১৫ই নভেম্বর থেকে। সিলেবাস আর রুটিনটা তো সকলেই হাতে আছেই। তাহলে আর দেরি না করে ভর্তি হয়ে যাও মজারু - এর Online Special Model Test Programme – 2021 - এ!
এই প্রোগ্রামটিতে থাকছে দেশসেরা দক্ষ শিক্ষকদের নির্দেশনায় তৈরিকৃত প্রতিটি ক্লাস। বন্ধুরা , পুর্নাঙ্গ এই সিলেবাসের প্রতিটি অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ। তাই তোমাদের জন্য রয়েছে প্রতিটি বিষয়ভিত্তিক পৃথক মডেল টেস্ট। এক্সাম শেষে MCQ সমাধানের সুবিধার্থে থাকছে সল্যুশন ক্লাস। যেটা তোমাদের পুর্নাঙ্গ প্রস্তুতি যাচাইয়ে বেশ ভূমিকা রাখবে। আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটি কিন্ত এসএসসি-২০২১ ব্যাচের নতুন বন্টন নীতির উপর ভিত্তি করেই তৈরি! আর দুই সেট মডেল টেস্ট এর পর CQ বা সৃজনশীল প্রশ্নের উপর তোমাদের সলভিং ক্লাসও থাকছে। যেখান থেকে তোমরা শেষ সময়ের প্রস্তুতি আর ভুল-ভ্রান্তি যাচাই করতে সক্ষম হবে!
মূলত এসএসসি পরীক্ষা চুড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান মডেল টেস্ট পরীক্ষা নিয়ে থাকে। তবে এবছর করোনাকালীন সময়ে প্রস্তুতিটি নেওয়া সম্ভবপর হয়নি। তবে অনলাইন শিক্ষাগুরু কিন্তু পিছিয়ে নেই এই সুযোগে! তাই তোমাদের জন্য মাত্র ২১০০ টাকায় এই কোর্সটি সাজিয়ে তুলেছে৷ হঠাৎ করেই নাকের ডোগায় চলে এসেছে পরীক্ষা। তবে ভীতির কিছু নেই! এই সময়টিতে তোমাকে কঠোর পরিশ্রম আর ধৈর্যই পারে সাফল্যের সন্ধান দিতে। তাহলে একনজরে দেখে নেওয়া যাক ডিজিটাল শিক্ষাগুরুর এসএসসি স্পেশাল মডেল টেস্ট ও সলভ প্রোগ্রাম ২০২১ সর্ম্পকে!
এই প্রোগ্রামের বৈশিষ্ট্য :
১. সল্প সময়ে এসএসসি পরীক্ষার প্রস্তুতি যাচাই!
২. নতুন মানবণ্টনে মাস্টার ট্রেইনারের পরামর্শে প্রশ্নপত্র প্রণয়ন।
৩. পরীক্ষার সাথে সাথেই এমসিকিউ উত্তরপত্রের সমাধান।
৪. বোর্ড পরীক্ষক দ্বারা সিকিউ বা সৃজনশীল উত্তরপত্র মূল্যায়ন।
৫. দেশের সেরা মেন্টরের Solve Class.
প্রোগ্রামে কী কী থাকছে —
১. ৯ সেট ফুল মডেল টেস্ট।
(পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান/উচ্চতর গণিত)
২. ১৩ সেট এমসিকিউ টেস্ট।
৩. ৩টি এমসিকিউ সলভ ক্লাস।
৪. ৬টি সিকিউ সলভ ক্লাস।
৫. ৯ সেট সিকিউ সলভ পেপার (পিডিএফ)।
৬. ২২ সেট এমসিকিউ সলভ পেপার (পিডিএফ)।
�
কোর্স শেষে তোমরা বিনামূল্যে প্রতিটি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে। পাশাপাশি মজারু কিন্তু শুধুমাত্র মডেল টেস্ট সহায়কই নয় ; তোমার মেধার যথাযথ মর্যাদা দিতেও আগ্রণী। যেখানে ২৫ শে অক্টোবর থেকে ৩০ শে অক্টোবরের মধ্যেই তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে। আর বিজয়ীদের জন্য উপহার তো থাকছেই! সাথে তোমরা এসএসসি- পরীক্ষার পূর্বেই তোমার ফলাফল সম্পর্কে কিঞ্চিৎ ধারণা পেয়ে যাচ্ছো। তবে আর দেরি কেন? ভর্তি হয়ে যাও এই প্রোগ্রামে আর টেনশনের লাগাম টেনে ধরো এখনই!