
Mojaru
উদ্যোক্তাকে অবশ্যই ব্যতিক্রম পথে হাঁটতে হবে: উদয় হাকিম
ওয়ালটনের নির্বাহী পরিচালক ও রাইজিংবিডি'র উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম বলেছেন, একজন উদ্যোক্তা মানেই ব্যতিক্রম চিন্তার মানুষ। ইউনিক আইডিয়া ও ঝুঁকিকে পুঁজি করেই মাঠে নেমে পড়তে হয় তাকে। তবেই না সফলতার দেখা মেলে।
গত মঙ্গলবার (০১-০৬-২১) সন্ধ্যায় ই-লার্নিং প্লাটফর্ম মজারু'র উদ্যোগে 'স্টার্টআপ: রোড টু সাকসেস' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মজারু'র কনসালটেন্ট আসাদ জোবায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মজারু'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলাউদ্দীন ফারুকী প্রিন্স। কর্মশালায় শতাধিক তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এসময় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও উদ্যোক্তা ইমরুল কায়সার ইমন।
উদয় হাকিম বলেন, একজন উদ্যোক্তার প্রথম কাজ হলো তাকে ব্যতিক্রমী পথে হাঁটতে হবে। প্রচালিত ব্যবসার ধ্যান-ধারনা থেকে তাকে বের হয়ে আসতে হবে। এই সময়ে উদ্যোক্তা হতে চাইলে পুজিঁর থেকেও বেশি প্রয়োজন ইনোভেটিভ আইডিয়া। এই করোনাকালে অনেকেই ফেসবুকে শুধুমাত্র একটি পেইজ খুলেই লাখপতি হয়েছেন। তাদের প্রত্যেকের মধ্যে ছিল অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম। আমরা শুধু সফল হতে চাই কিন্তু প্রতিটা সফল উদ্যোক্তা বার বার হোচট খাওয়ার যে গল্প থাকে তা শুনতে চাই না, আমাদের সেই গল্পও শুনতে হবে। উদয় হাকিম বলেন, দেশীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন আজ বিশ্ব জয় করেছে। এর পেছনেও রয়েছে ইনোভেটিভ আইডিয়া।
তিনি আর বলেন, যেকোনো ব্যবসা শুরু করার সময়ে আমরা সেই ব্যবসার শর্ট-কার্ট সফলতা খোঁজার চেষ্টা করি, কিন্তু মনে রাখতে হবে প্রতিষ্ঠিত ব্যবসায় উত্থান-পতন থাকবেই। কিন্তু যখনই পতন হচ্ছে তখন খুজঁতে হবে এ থেকে উত্তরনের পথ গুলো কী কী। কিন্তু থেমে যাওয়া যাবে না।
সমাপনি বক্তব্যে আলাউদ্দীন ফারুকী প্রিন্স এই ওয়ার্কশপে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, মজার ছলে পাঠদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত জনপ্রিয় ই-লার্নিং প্লাটফর্ম মজারু শুরু থেকেই নানাবিধ একাডেমিক ও প্রফেশনাল স্কিল ডেভোলপমেন্ট কোর্সের মাধ্যমে বাংলাদেশের জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করার প্রয়াসে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় এই কোর্স আমাদের এই কর্মযজ্ঞে নতুন মাত্রা যোগ করেছে।